ছোট ও প্রান্তিক পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নত করতে ছাগল পালনের সুযোগ দিয়ে স্বনির্ভরতা বাস্তবায়নের প্রজেক্ট “স্বনির্ভর বাংলাদেশ’ আয়োজন করেছে জেসিআই ঢাকা এস্পায়ার।
এই প্রকল্পে আর্থিক ও সামাজিক মানদণ্ডের ভিত্তিতে পাঁচটি দুঃস্থ পরিবারকে চিহ্নিত করা হয়েছে। পাঁচটি পরিবারের প্রতিটি পরিবারকে ২টি করে মোট ১০টি প্রজননক্ষম ও স্বাস্থ্যকর ছাগল প্রদান করা হয়েছে। একই সাথে পরিবারগুলোকে ছাগলের খাদ্য, আশ্রয় সংক্রান্ত নির্দেশিকা এবং প্রাথমিক পশুচিকিৎসা সেবাও প্রদান করা হয়েছে।
এই প্রজেক্টে প্রতিটি ছাগলের প্রথম বাচ্চাটি মালিকের হবে, যা তাদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করবে। দ্বিতীয় বাচ্চাটি অন্য একটি দুঃস্থ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই চক্রটি চলতে থাকবে, এবং সময়ের সাথে সাথে আরও বেশি পরিবার উপকৃত হবে।একটি কমিউনিটি-কমিটি গঠন করা হবে, যারা প্রজেক্টের কার্যক্রম তদারকি করবে এবং যেকোনো সমস্যার সমাধান করবে। পাশাপাশি, ছাগল পালনের প্রযুক্তি ও চিকিৎসা সেবা, ভ্যাকসিনেশন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে।
এমন উদ্যেগ সহযোগিতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের একটি সংস্কৃতি সৃষ্টি করছে। জেসিআই ঢাকা এস্পায়ার সমাজ গঠনে আর সুবিধাবঞ্চিতদের উন্নয়নে এভাবেই নিরলস কাজ করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com