Print

SomoyKontho.com

ঢাকায় যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধিদল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৪ , ৬:৪৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক একটি প্রতিনিধিদল শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় এসেছে।

প্রতিনিধিদলটি আগামী ২২ থেকে ২৫ নভেম্বর ঢাকায় থাকবে। প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ। এছাড়াও আছেন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

ঢাকা সফরের প্রথম দিনে বাংলাদেশের শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশ সফরকালে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের পোশাক শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করবেন।

প্রতিনিধিদলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তম সহায়তার বিষয়ে আলোচনা করবে।
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলের এ সফর অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]