Print

SomoyKontho.com

ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব, তবু টানা দ্বিতীয় হার বাংলা টাইগার্সের

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৩, ২০২৪ , ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৩, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দলের ব্যাটারদের মধ্যে কেবল দুজন দুই অংক ছুঁয়েছেন, এর মধ্যে সাকিব আল হাসান একজন। দাসুন শানাকা ২২ রানের ইনিংস খেললেও বল খরচ করেন ১৯টি।

সেই তুলনায় ১০ ওভারের ম্যাচে ব্যাট হাতে সাকিব বেশ ভালোই করেছেন। ১২ বলে একটি করে চার-ছক্কায় টাইগার অলরাউন্ডার খেলেন ১৯ রানের ইনিংস। এরপর বল হাতেও দুর্দান্ত এক ওভার করেন।

কিন্তু ব্যাটে-বলে অধিনায়ক সাকিবের দুরন্ত পারফরম্যান্সের পরও হার এড়াতে পারলো না বাংলা টাইগার্স। নিউইয়র্ক স্ট্রাইকার্স তাদের হারিয়েছে ৭ উইকেট আর ২৪ বল হাতে রেখে হেসেখেলে। চলতি টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচেই হারলো সাকিবের দল।

প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৬ রান তুলতে পারে সাকিবের বাংলা টাইগার্স। হযরতউল্লাহ জাজাই ৮, মোহাম্মদ শাহজাদ ১, ইফতিখার আহমেদ ৩, লিয়াম লিভিংস্টোন করেন মাত্র ১ রান।

জবাবে ডোয়াল্ড ব্রেভিস আর ডোনোভান ফেরেরার ব্যাটে জয় পেতে একদমই কষ্ট হয়নি নিউইয়র্ক স্ট্রাইকার্সের। ব্রেভিস ১৫ বলে ১৯ করে সাকিবের বলে ক্যাচ আউট হন। এক বল পর আসিফ আলিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। তবে ডোনোভান ৯ বলে ২১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]