Print

SomoyKontho.com

মরদেহ ডিপ ফ্রিজে: জামিন পেলেন ছেলে সাদ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৪ , ৭:০৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখার ঘটনায় গ্রেফতার ছেলে সাদ ইবনে আজিজুর রহমান জামিন পেয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ শাহজাহান কবির তার জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে এ সময় তাকে আর আদালতে নেয়া হয়নি। বর্তমানে সাদ ইবনে আজিজ বগুড়া জেলা কারাগারে আছেন। জামিন মঞ্জুরের আদেশ কারাগারে পৌঁছালে ছাড়া পাবেন তিনি।

এর আগে, গত ২১ নভেম্বর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দীকা সাদ ইবনে আজিজের জামিন না মঞ্জুর করেন। গেল ১০ নভেম্বর গৃহবধূ উম্মে সালমার মরদেহ নিজ বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলেকে আটকের পর র‍্যাব দাবি করে, মাকে হত্যার কথা স্বীকার করেছেন ছেলে সাদ।

এদিকে, তদন্তের পর পুলিশ দাবি করে, মায়ের হত্যার সাথে কোনো সম্পর্ক নেই সাদের। বরং ভাড়াটিয়া ও তার ২ সহযোগী হত্যাকাণ্ডে জড়িত। তাদেরকে পুলিশ গ্রেফতারও করে।

পরে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন গ্রেফতার আসামিরা। এমন তথ্যের পর, সাদের জামিন আবেদন করে পরিবার।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]