Print

SomoyKontho.com

এবার উপস্থাপক জায়েদ খান

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত শোয়ে পারফর্ম করছেন। এবার উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই নায়ক।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে সেলিব্রেটিদের নিয়ে টক শো উপস্থাপনা করবেন জায়েদ খান। খুব শিগগির অনুষ্ঠানটির প্রচার শুরু হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বিভিন্ন কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন জায়েদ খান। নানা কর্মকাণ্ডের কারণে ‘ভাইরাল বয়’ তকমা পেয়েছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে নিয়ে আলোচনায় ভাটা পড়লেও কাজ থেমে নেই এই নায়কের। বিদেশের মাটিতে শো, অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা মিলে জায়েদ খানের।

জায়েদ খানের ফেসবুকে চোখ রাখলে বোঝা যায় সময়টা ভালোই কাটছে তার; সঙ্গে ব্যস্ততাও রয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পীদের সঙ্গে ছবি প্রকাশের পাশাপাশি বিভিন্ন শোয়ে পারফর্মের ছবি ও ভিডিও প্রকাশ করে থাকেন তিনি।

জানা যায়, নতুন বছরের শুরুতে দেশে ফিরবেন জায়েদ খান। তবে এ নিয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। চলতি বছরের শুরুতে মুক্তি পায় এটি। জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, পাপিয়া মাহি প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]