Print

SomoyKontho.com

মেয়ের ক্যারিয়ার নিয়ে অভিষেক-ঐশ্বরিয়ার ঝগড়া

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০১৭ , ১:৫৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০১৭, ১:৫৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিনোদন ডেস্ক |
খুব একটা ভালো যাচ্ছে না অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন। শোনা যাচ্ছে, মেয়ে আরাধ্য বচ্চনের ক্যারিয়ার নিয়ে ঝগড়া শুরু হয়েছে বলিউডের এই তারকা জুটির মধ্যে।

সম্প্রতি বলিউড মান্ত্রায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, অভিষেক ইচ্ছে আরাধ্য একজন শিশুশিল্পী হিসেবে বলিউডের কাজ শুরু করুক। ভবিষ্যতে মেয়েকে একজন বলিউড অভিনেত্রী হিসেবে দেখতে চান ৪১ বছর বয়সী এই অভিনেতা। কিন্তু এ সিদ্ধান্তে নারাজ অ্যাশ। কারণ, প্রাক্তন এই বিশ্ব সুন্দরী তার মেয়েকে গ্ল্যামার ও ল্যামলাইট থেকে দূরে রাখতে চান। আর এ বিষয় নিয়েই শুরু হয়েছে অভিষেক-ঐশ্বরিয়ার দ্বন্দ্ব।

এবার প্রথম নয়, এর আগে করণ জোহর প্রযোজিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় ঝগড়া হয়েছিলো তাদের।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]