Print

SomoyKontho.com

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৪ , ৯:৫৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সড়ক  দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। বুধবার (২৭ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে একটি দ্রুতগামী ট্রাক সারজিস ও হাসনাতকে বহনকারী প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে প্রাইভেট কারটি সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।

বিস্তারিত আসছে…

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]