Print

SomoyKontho.com

সর্বনিম্ন রানে অলআউট শ্রীলঙ্কা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২৪ , ১০:০২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ১০:০২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ডারবানে চলছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। আগে ব্যাট করে প্রোটিয়ারা প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৩.৫ ওভারে ৪২ রানে অলআউট হয়। যা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয় সর্বনিম্ন।

এর আগে ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭১ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। এতোদিন সেটাই ছিল তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

শ্রীলঙ্কাকে মাত্র ৪২ রানে গুঁড়িয়ে দিতে বল হাতে দারুণ অবদান রাখেন মার্কো জানসেন। তিনি ৬.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৭টি উইকেট নেন। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ইনিংসে তার ক্যারিয়ার সেরা বোলিং ছিল ৩৫ রানে ৫ উইকেট। জেরাল্ড কোয়েৎজে ৩ ওভারে ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। আর কাগিসু রাবাদা ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে নেন ১টি উইকেট।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]