Print

SomoyKontho.com

ঢাকায় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২৪ , ১০:০৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট। এতে পারফর্ম করতে আতিফ আসলামের ঢাকা সফর।

এ কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার পর মঞ্চে উঠবেন আতিফ আসলাম।

আতিফ আসলাম ছাড়াও এ কনসার্টে গাইবেন পাকিস্তানের আরেক তরুণ সংগীতশিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

২০০৩ সালে ব্যান্ড ‘জল’ নিয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম।
আতিফ আসলামের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো— ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’ প্রভৃতি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]