ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট। এতে পারফর্ম করতে আতিফ আসলামের ঢাকা সফর।
এ কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার পর মঞ্চে উঠবেন আতিফ আসলাম।
আতিফ আসলাম ছাড়াও এ কনসার্টে গাইবেন পাকিস্তানের আরেক তরুণ সংগীতশিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com