Print

SomoyKontho.com

এক মাসে জব্দ সাড়ে ৪০ হাজার কেজি পলিথিন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৯, ২০২৪ , ৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৯, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানিয়েছেন, সারা দেশে এক মাসে (৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) ১৬৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৩৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। সে সঙ্গে ৪০ হাজার ৬০৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারে মনিটরিং শেষে এসব তথ্য জানান তপন কুমার৷

এর আগে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে নিউমার্কেট কাঁচাবাজার মনিটরিং করেন মনিটরিং কমিটির সদস্যরা। কাঁচাবাজারের প্রতিটি দোকানে পলিথিন পাওয়া গেলেও কাউকে জরিমানা করা হয়নি। শুধু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়৷

 

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, নিউমার্কেট একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারেও কিন্তু পলিথিনের ব্যবহার আগের চেয়ে অনেকটা কমে এসেছে। কিছু আছে, সেটা পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। পলিথিন ব্যাগের বিকল্প নিয়ে সার্বিকভাবে কার্যক্রম চলমান রয়েছে। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন এনজিও এগিয়ে এসেছে। সার্বিকভাবে পরিবেশের জন্য ভীষণভাবে ক্ষতিকর পলিথিন ব্যবহার বন্ধে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সাফল্যের দিকে যাচ্ছি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com