Print

SomoyKontho.com

সিএসআরের অর্থ হাওরের বন্যাদুর্গতদের দেওয়ার নির্দেশ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০১৭ , ১০:১৩ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ২৫, ২০১৭, ১১:১৫ পূর্বাহ্ণ

সময়কণ্ঠ ডেক্স

অর্থনৈতিক : দেশের হাওর অঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় ত্রাণ সামগ্রী ও সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। তফসিলভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের হাওর অঞ্চল তথা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হয়েছে। এতে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ফসল, ঘরবাড়ি এবং গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত অঞ্চলের অসহায় মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

সার্কুলারে এ সংক্রান্ত ব্যয় সোশ্যাল প্রোজেক্ট বা কমিউনিটি ইনভেস্টমেন্ট খাতের ডিজাস্টার ম্যানেজমেন্ট উপ-খাতে প্রদর্শন করারও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]