একের পর এক দেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এমন সময় দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ দুই দফা বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।
নওশাদ আরো জানান, কোটি টাকা খরচ করে সিনেমা হলটির আধুনিকায়ন করেছিলেন। তার আশা ছিল পৈতৃক ব্যবসা আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরিচীকায় রূপ নিয়েছে।
১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা উদ্বোধন করা হয়। সিনেমার বাজার ভালো না থাকায় হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা শোনা যাচ্ছিল। ভাছিলেন। এমনকি ডেভেলপার কোম্পানির সঙ্গে আলাপও করেছিলেন এর কর্ণধার।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]