Print

SomoyKontho.com

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২৫ , ১:১২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১:১২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে অসাবধানতাবশত সেচ কাজের জন্য বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের লতিফের ছেলে মো. আকরাম হোসেন (৪৫) ও একই গ্রামের শমেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন (৫৫)। এদের মধ্যে আকরাম কৃষক এবং হানিফ ‍উদ্দিন কৃষিশ্রমিক হিসেবে কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে কৃষক আকরাম হোসেন, হানিফ উদ্দিনকে সাথে নিয়ে সেচের লাইন সংযোগ দিতে যান। এসময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। সঙ্গে থাকা হানিফ উদ্দিন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছেন এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]