Print

SomoyKontho.com

আওয়ামী লীগ নেতা মুকুল বোস আর নেই

প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২২ , ৪:০৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২, ২০২২, ৪:০৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার ভোরে মারা যান তিনি। মৃত্যুকালে মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে রেখে গেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুকুল বোসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ‘আমরা দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]