Print

SomoyKontho.com

প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৮

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২৪ , ৯:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ৯:৩৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

পিরোজপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুই পরিবারের আটজন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে সদর উপজেলার নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। তাদের বাড়ি শেরপুর জেলার খোলআচার পাড়ায়। নিহত মোতালেবের এক আত্মীয় মোবাইল ফোনে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

এ ছাড়া, অপর চারজন হলেন—শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম ও তাদের দুই ছেলে আবদুল্লা (৩) ও  শাহাদাৎ (১০)। এই চারজনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]