ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইদহ অভিমুখী গ্রীন পরিবহন ও ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন ২৭ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com