Print

SomoyKontho.com

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২৪ , ৯:১১ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ৯:১১ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রেজুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উৎসব দত্ত ও শফিকুল ইসলাম। তারা বাসের যাত্রী ছিলেন। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের একটি বাস রেজুর মোর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]