ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়।
চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশীর আলী খান বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় স্বাভাবিক সময়ের মতো চাঁদপুর থেকে ছোট-বড় সব লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
যাত্রীরা বলছেন, লঞ্চ চলাচল সাময়িক বন্ধের খবরে চিন্তায় পড়েছিলাম। এখন অনুমতি দেওয়ায় ভালো লাগছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]