Print

SomoyKontho.com

চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২৪ , ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়।

চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশীর আলী খান বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় স্বাভাবিক সময়ের মতো চাঁদপুর থেকে ছোট-বড় সব লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

যাত্রীরা বলছেন, লঞ্চ চলাচল সাময়িক বন্ধের খবরে চিন্তায় পড়েছিলাম। এখন অনুমতি দেওয়ায় ভালো লাগছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]