Print

SomoyKontho.com

সব জল্পনার অবসান, রদ্রির হাতে ব্যালন ডি’অর

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৪ , ৪:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ৪:৩৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ব্যালন ডি’অর জয়ের তালিকায় শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস ‍জুনিয়র। তারপর থেকেই শুরু হয় নানা জল্পনা। অবশেষে অবসান হলো সব জল্পনার, ২০২৪ ব্যালন ডি’অর জিতলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি।

২০২৪ ব্যালন ডি’র স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির। লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ মঞ্চে এসে তার নাম ঘোষণা করেন।

অনুষ্ঠান শুরুর আগে কালো স্যুট, বোট বো-টাইয়ের রদ্রি এলেন ক্রাচে ভর করে। গত মাসে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন তিনি। তবে তাকে কি, তাকে যে আসতেই হবে। তিনি এলেন, আগেই বাতাসে ভাসছিল তিনিই জিততে যাচ্ছেন এবারের ব্যালন ডি’অর। অবশেষে হলোও তাই। প্রেমিকা লরার সামনেই উঁচিয়ে ধরলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। 
 
গত মৌসুমে স্পেনের হয়ে জিতেছেন ইউরো। তারপর ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ জিতেছেন প্রিমিয়ার লিগের শিরোপা। মৌসুমজুড়েই ছিল তার অসাধারণ পারফরম্যান্স। 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]