Print

SomoyKontho.com

দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা বাপ্পা মজুমদার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৪ , ৪:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ৪:৪৪ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের জন্ম দিলেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার স্ত্রী অভিনেত্রী ও উপস্থাপক তানিয়া হোসাইন।  (২৮ অক্টোবর) ঢাকার পান্থপথের একটি হাসপাতালে দ্বিতীয় কন্যার জন্ম দেন এই দম্পতি। সুসংবাদটি বাপ্পা মজুমদার নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এক বার্তায় বাপ্পা বলেন, “এটা সত্যিই একটি অবর্ণনীয় আনন্দের অনুভূতি। ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের মেয়ে এবং মেয়ের মায়ের জন্য সকলের কাছে দোয়া চাই। মা–মেয়ে দুজনেই সুস্থ আছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবং তানিয়া দম্পতি গাঁটছড়া বেঁধেছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে এই দম্পতি প্রথম বাবা-মা হন। দীর্ঘ পাঁচ বছর পর ঘর আলো করে বেবি আসায় পরিবারের মধ্যে চলছে খুশির জোয়ার।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]