Print

SomoyKontho.com

বাংলাদেশে ‘কেলোর কীর্তি’ সিনেমা প্রদর্শনে বাধা কাটল

প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০১৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২৪, ২০১৬, ৮:৩৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক :

ভারতীয় বাংলা কমেডি সিনেমা ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে প্রদর্শনে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে কেলোর কীর্তি সিনামা প্রদর্শনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

 

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

নীতিমালা অনুসরণ না করে আমদানি করা ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে প্রদর্শনের নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে ১৯ জুলাই হাইকোর্ট এই সিনেমা প্রদর্শনে ছয় মাসের স্থগিতাদেশ দেন।

 

গত ২২ জুলাই বাংলাদেশের সব প্রেক্ষাগৃহে কেলোর কীর্তি প্রদর্শনের সব ব্যবস্থা করে রেখেছিল আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ।

 

হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত চেয়ে আরাধনা এন্টারপ্রাইজ ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আজ এ রায় দেওয়া হয়।

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]