Print

SomoyKontho.com

অ্যারিজোনাতেও ট্রাম্পের জয়, সব সুইং স্টেট রিপাবলিকানদের দখলে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২৪ , ১:০৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২৪, ১:১০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের শেষ সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনাতেও জয়ী হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের সবগুলোতেই জয় পেলেন। ফলে এখন পর্যন্ত ৩১২টি ইলেকটোরাল কলেজ ভোটে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হয়েছেন ২২৬টিতে। খবর বিবিসির।

অ্যারিজোনায় ইলেকটোরাল কলেজের ভোট ১১টি। যদিও ওই অঙ্গরাজ্যের কলেজ ভোট নিশ্চিত হওয়ার আগেই ম্যাজিক ফিগার পার করতে সক্ষম হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত নির্বাচনে দোদুল্যমান রাজ্যগুলোতে বিশেষ সুবিধা করতে পারেননি ট্রাম্প। ফলে নির্বাচনে দ্বিতীয় বারের মতো জয়ী হওয়ার আশা ভঙ্গ হয় তার। কিন্তু এবার সেসব রাজ্যে দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। জয় ছিনিয়ে এনেছেন বেশিরভাগ ব্যাটেলগ্রাউন্ডে।

প্রেসিডেন্ট হতে প্রয়োজন ছিল ২৭০ ইলেকটোরাল ভোট। বেশিরভাগ অঙ্গরাজ্যই প্রতিটা নির্বাচনে ধারাবাহিকভাবে একই দলকে ভোট দিয়ে আসে। কিন্তু কিছু রাজ্য আছে সেখানে কখনও ডেমোক্র্যাট আবার কখনও রিপাবলিকানরা জয়ী হয়। আমেরিকার নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোকে বলা হয় ‘রেড স্টেট’ বা ‘লাল রাজ্য’ আর ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ‘ব্লু স্টেট’ বা ‘নীল রাজ্য’।

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]