ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় কুতুববাগ দরবার শরীফের ইন্দিরা রোডস্থ গেট খুলে ফেলা হচ্ছে শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায়। এ ছাড়াও আগামী বছর থেকে বার্ষিক ওরস ঢাকার বাইরে সরিয়ে নিতে সম্মত হয়েছে তারা।ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এর ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রমতে, এরইমধ্যে আগামী বছর থেকে ওরস সরিয়ে নেওয়ার সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে ফার্মগেট পার্ক এলাকায়। মেয়রের এই উদ্যোগের প্রশংসা করছে ঢাকা মহানগরের অধিবাসীরা। এর ফলে ঢাকাবাসীকে আর ওরসকালীন যানজটে পড়তে হবে না।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com